আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০০০পিস ইয়াবাসহ সাংবদিক আটক!!সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ ,১৪ জুন, ২০১৮ | আপডেট: ১২:০৭ পূর্বাহ্ণ ,১৪ জুন, ২০১৮
২০০০পিস ইয়াবাসহ সাংবদিক আটক!!সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা

জনতার মেইল ডেস্ক।।২ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইয়াছিন মোল্লা নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে চট্টগ্রামের নগর ডিবি পুলিশ। তিনি নিজেকে সাপ্তাহিক শিকড় সন্ধানে নামক একটি পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে পরিচয় দিয়েছেন।

সোমবার সকালে নগরের খুলশী থানার দামপাড়া স্টার লাইন বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার হয়।

আটককৃত মোঃ ইয়াছিন মোল্লা ঢাকার যাত্রাবাড়ি থানার কোনাপাড়া বাঁশেরপোল তিন নম্বর গলির চন্দ্রপাড়া সোলতানিয়া খানকা শরীফ এলাকার ইয়াছিন মোল্লার বাড়ির মৃত আয়নাল হোসেন মোল্লার ছেলে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার পাইকপাড়ায়।

নগর ডিবি পুলিশের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াসিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি নিজেকে শিকড় সন্ধানে নামক একটি পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে পরিচয় দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে, ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ থেকে কিনে ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে খুলশী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments