বিধান কুমার ।। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে ৮ মামলার আসামী মাদক সম্রাজ্ঞী রোজি বেগম সহ এক মাদক সেবী আটক। রোববার(২২আগস্ট) সকালে দৌলতদিয়া পোড়াভিটায় অভিযান চালিয়ে হেরোইন সম্রাজ্ঞী ও একাধিক মাদক মামলার আসামীসহ এক মাদক সেবীকে আটক করেন টাস্কফোর্স। আটকৃত আসামীরা হলো, দৌলতদিয়া পোড়াভিটার হেরোইন সম্রাজ্ঞী ও ৮ মাদক মামলার আসামী রোজী বেগম(৪৯), দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত আব্দুল শেখের স্ত্রী মালেকা বেগম (৬০)।এ সময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরির্দশ দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম সহযোগে টাস্কফোর্স গঠন করা হয়।টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। সে সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবীকে ০৩ তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। অপর আসামী রোজী বেগম রাজবাড়ী সদর থানার ২৯ নং মামলায় গেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য: রোজী বেগমের নামে ৮ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।