বিধান কুমার।। রাজবাড়ী জেলার ৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
ঢাকাস্থ পাংশ-কালুখালি উপজেলা সমিতির উদ্যোগে ৬ আগষ্ট-২১ শুক্রবার সকালের দিকে এ অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
৩ টি উপজেলার মধ্যে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১টি, কালুখালিতে ১০ ও বালিয়াকান্দিতে ৪টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
স্ব স্ব স্বাস্থ্য কমপ্লেক্সে দায়ীক্ত প্রাপ্ত কর্মকর্তাদের কাছে সিলিন্ডারগুরো হস্তান্তর করেন, সমিতির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর কাদীর, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও বাংলাদেশ কৃষকলীগ ঢাকা দক্ষিনের সাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ নকিব।
এ সময় উপস্থিত ছিলেন- পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুন কুমার পাল।
এ হস্তান্তর অনুষ্ঠানে, সমিতির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর কাদীর বলেন- আমরা মূলোত এই সমিতির মাধ্যমে গরীব মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকি। বর্তমানে দেশে করোনা মহামারির কারনে আমরা চেষ্টা করছি বিভিন্ন সেবার মাধ্যমে মানুষের পাশে থাকার জন্য।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।