রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ মোঃ ফজলু শেখ(৪৩) ও মোঃ জাহাঙ্গীর শেখ(৩৫) নামের ২ জন অস্ত্রধারী গ্রেফতার।
গ্রেফতারকৃত- মোঃ ফজলু শেখ কুষ্টিয়া মিলপাড়া তোফাজ্জেল শেখের ছেলে, এর নিকট হতে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এবং মোঃ জাহাঙ্গীর শেখ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ক্যানেল ঘাট নুরু মন্ডল পাড়ার মৃত জনাব আলী শেখের ছেলে, এর নিকট হতে ১টি এলজি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ৩০ জুলাই-২১ শুক্রবার দুপুরে রাজবাড়ী ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এসআই নিজাম উদ্দিন, জাহাঙ্গীর মাততবর সহ একটি অভিযানিক দল ২৯শে জুলাই-২০২১ তারিখ দুপুর পৌনে ৩ ঘটিকার সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মহনপুর বাজার এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ ফজলু শেখকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যানুসারে পরবর্তীতে একইদিন বিকেল ৬ ঘটিকার সময় দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানাল ঘাট এলাকার মডেল স্কুলের পাশ থেকে ১টি এলজি(ওয়ান শুটার গান) ও ১ রাউন্ড শটগানের গুলি উদ্ধারসহ মোঃ জাহাঙ্গীর শেখকে গ্রেফতার করা হয়।
এ অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে কালুখালী ও গোয়ালন্দঘাট থানায় অস্ত্র আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।