স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার দুমকী থানার পাগলার মোড় এলাকা হতে ১৫লক্ষ ৩০হাজার রেনু চিংড়ির পোনা জব্দ সহ ১৮ জন জেলেকে আটক করেছে পটুয়াখালী র্যাব-৮। পরবর্তীতে, ভ্রাম্যমান আদালতে আটককৃত প্রত্যেককে দন্ড বিধি ১৮৬০ এর ১৮৯ ধারা মোতাবেক কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন দুমকী উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার দুমকী থানার পাগলার মোড় এলাকায় চিংড়ির রেনু পোনা ক্রয়/বিক্রয় করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এবং দুমকী উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ এর নেতৃতে র্যাবের আভিযানিক দল সকাল ১৭ জুলাই-২১ সকাল ৭ ঘটিকা হতে সকাল সাড়ে ৯ ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫,৩০,০০০ লক্ষ রেনু চিংড়ির পোনা জব্দ করে।
এ সময় রেনু চিংড়ি পোনা ধরার অপরাধে আসামী- মোঃ রিয়াজ(২৫), মোঃ নুরনবী (৩৫), মোঃ শফিকাল (৬২), বাচ্চু (৪০), মোঃ বেল্লাল (৩৩), কে ২ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়াও মোঃ রবু (৪১), মোঃ সেলিম (৩০), আরিফ হোসেন (২৫),মোঃ কামাল(৩২),মোঃ জসিম(৩৮), মোঃ মিজান(২২), মোঃ আবুল কালাম (৩৫), মোঃ রাকিব(২২), মোঃ শফিক(৩৫), মোঃ ইউনুস(২৫), মোঃ শাহীন(২০) ও মোঃ জিয়া(৩৫) কে কে ১ মাস বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ সাইফুল ইসলাম(৫০) কে ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।