বিধান কুমার বিশ্বাস।। রাজবাড়ী জেলা সদরের সুলতানপুর ইউনিয়নের ধর্মশীর গ্রামের গ্রামপুলিশ তরুণ সরকারের বাবা তারাপদ সরকার গত ১৩ই জুলাই নিখোঁজ হন। এর ৪৮ ঘন্টা পরে গতকাল ১৫ ই জুলাই সকালে সাড়ে ৯.টার দিকে সুলতানপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের পাট ক্ষেতে তারাপদ সরকারের মৃত দেহ পাওয়া গেছে।
মৃত তারাপদ সরকার (৬৭) ধর্মশীর গ্রামের মৃত কেতু সরকারের ছেলে। তিনি ২ বার স্টকের ও ডায়াবেটিসে আক্রান্ত মানসিক ভারসাম্যহীন ছিলেন।
জানাযায়, তারাপদ সরকার ১৩ ই জুলাই মঙ্গলবার সকাল আনুমানিক ৮ টার দিকে চা খাওয়ার উদ্দেশ্যে বের হলে তিনি আর বাড়ি ফিরে আসেননি। মঙ্গলবার দুপুর হতে আত্বীয় স্বজনের বাড়িসহ নানান জায়গায় খোঁজা-খুজি করে তাকে পাওয়া যায়নি।
গত ১৩ জুলাই-২১ সকালে রাজাপুর গ্রামে সৈয়দ আলীর পাট ক্ষেতের আইলে সৈয়দ আলী কাজ করতে গেলে প্রথম তার লাশ দেখতে পান। লাশ পাওয়ার পরপরই রাজবাড়ীর সদর সার্কেল শেখ শরিফ উজ জামান, সদর থানার অফিসার ইনচার্জ শাহাদৎ হোসেন শান্ত, সাব ইন্সপেক্টর সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন শান্ত বলেন, লাশ পাওয়ার খবর পেয়েই আমি ও সদর সার্কেল শেখ শরিফ-উজ্জামান স্যার ঘটনাস্থল পরিদর্শন করি। মৃত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিখোঁজের পর পরিবারের কেও সাধারন ডায়েরি বা অপহরনের কোন অভিযোগ হয়নিই। পোস্টমর্টেমের যন্য লাশ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।