বিধান কুমার বিশ্বাস।। মহামারি করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও প্রতিরোধে করনীয় সম্পর্কে জেলা আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
করোনা ভাইরাস মোকাবেলায় গত ১৫ই জুলাই সকাল সাড়ে ১১ ঘটিকার সময় জেলা আওয়ামী লীগ পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সাংগঠনীক সম্পাদক এ্যাড. গনেশ নারয়ন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. উমা সেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক ওহিদুরজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. উজির আলী, সাধারন সম্পাদক শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
সভায় বক্তারা বলেন- দেশে করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট ধরা পড়েছে, শনাক্তের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যু। ধারণা করা হচ্ছে সংক্রমণের ৫০ শতাংশ গ্রামের। সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মানুষের জন্য। প্রশাসন প্রতিদিনই মাঠে থাকছে, মামলা দিয়ে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে মানুষকে ঘরে রাখার চেষ্টা করছে। গণমাধ্যমকর্মীরাও তাদের পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রচার করে মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাতেও যেন সচেতন হচ্ছে না মানুষ। তাই আমাদেরকে স্বাস্থ্য বিধি মানতে হবে ও সচেতন হতে হবে। তারা আর বলেন, করোনায় যারা কর্মহীন হয়ে পরেছেন তাদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান, স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। খাদ্য সহায়তা সঠিকভাবে বন্টনের জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কমনা করেন সভার কার্যক্রম শেষ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।