আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জিনসা,ইনডায়,রেসফুট সিরাফ সহ নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ জব্দ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ ,১১ জুন, ২০১৮ | আপডেট: ১২:১৯ পূর্বাহ্ণ ,১৩ জুন, ২০১৮
জিনসা,ইনডায়,রেসফুট সিরাফ সহ নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ জব্দ

নিজস্ব প্রতিনিধি ।। মানব দেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ জব্দ করছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় উক্ত জব্দকৃত ঔষধের মালিক ও বাড়ির মালিক মোঃ আলম শেখ (৪২) কৌশলে পালিয়ে যায়।

উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১১ জুন-১৮ সোমবার ভোর সারে ৫.টার সময় অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার হাটঘাটা আমতলা গ্রামের মৃত তোতা শেখের ছেলে মোঃ আলম শেখ(৪২) এর নিজ বসত বাড়ীর গুদামঘর হতে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ সমূহ জব্দ করা হয়।

জব্দকৃত যৌন উত্তেজক ওষুধ সমূহের মধ্যে রয়েছে জিনসেন প্লাস ৩৩৫ বোতল, জিনসা ৭২ বোতল, কিংডাবল হর্স ৪৫ বোতল, নাইট পাওয়ার ৮৬ বোতল, হোয়াইট হর্স পাওয়ার ৬০ বোতল, ইনডায় ১০ বোতল, রেসফুট সিরাফ ৩৩৫ বোতল, সেভন হর্স পাওয়ার সিরাপ ৩৩০ বোতল, মোহাব্বত কি দাওয়াই ৫৩ বোতল, লেভেল বিহীন ৪১০ বোতলসহ সর্বমোট =১৭৩৬ বোতলসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক ভেজাল ওষুধ তৈরীর কাঁচা মাল।
উদ্ধারকৃত যৌনউত্তেজক ওষুধ এবং ওষুধ তৈরীর কাঁচা মাল সমূহ ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

comments