স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী হতে চুরি হওয়া ৪টি চোরাই মটরসাইকেল উদ্ধারসহ সংঘবদ্ধ দুর্ধর্ষ মোটর সাইকেল চোর চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ। উদ্ধারকৃত ৪টি মটরসাইকেল-ই বাজাজ ডিসকাভার।
গ্রেফতারকৃতরা হলো- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি গ্রামের দুলাল শেখের ছেলে মোঃ আজিজুল শেখ (৩২), কোতোয়ালি উপজেলার দক্ষিণ চর মাধবদিয়া গ্রামের মৃত চাঁন মিয়া ফকিরের ছেলে মো. বাদশা ফকির (৪০) ও নগরকান্দা উপজেলার ছাগলদি (শ্বশুড় বাড়ি) গ্রামের রিপন মাতাব্বরের ছেলে মো. রাসেল ওরফে মনির মাতব্বর (৩৫)। তাদের বিরুদ্ধে একাধিক মটর সাইকেল চুরি, ডাকাতি ও অন্যান্য মামলা রয়েছে।
রাজবাড়ী সদর থানার এসআই হিরন কুমার বিশ্বাস, এসআই আবু জাহেদ শেখ, এসআই আবুল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ৯ মে-২১ রোববার সকালে ফরিদপুর কোতয়ালী ও নগরকান্দা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই চোরদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায়, আমিনুল ইসলাম মনসাদ (৪০) নামে এক ব্যবসায়ী রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারসূত্রে জানা যায়, আমিনুলের সদর থানার কুটিরহাট বাজারে একটি রাইসমিল আছে। শনিবার দুপুরে মিলের সামনে রাখা বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেলটি চুরি হয়। তিনি দ্রুত এক বন্ধুকে নিয়ে মোটর সাইকেল খোঁজাখুঁজি করতে থাকেন। পাশের কোলারহাটে স্থানীয়রা আজিজুল ও বাদশাকে আটক করে। এসময় মোটর সাইকেল নিয়ে রাসেল মাতব্বর নামে আরেকজন পালিয়ে যায়। এঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আটক দুই জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের দেয়া তথ্যমতে পরে আজ অপরজনকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন- সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযান চালিয়ে ৪টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।