বালিয়াকান্দি সংবাদদাতা।। কালোবাজারে বিক্রি করা বিপুল পরিমান টিসিবির ভোজ্য তেল জব্দ সহ ব্যবসায়ীকে জরিমানা ও টিসিবির ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা।
২রা মে-২১ রবিবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারের নিতিশ চন্দ্র সাহার মালিকানাধীন মায়ের দোয়া মুদিখানা দোকান হতে টিসিবির ৩১৮ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়।
একই সাথে কালোবাজারে টিসিবির তেল বিক্রি করায় মিমি এন্টার প্রাইজের টিসিবির লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে।
রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান- রবিবার বিকেলে নারুয়া বাজারের মায়ের দোয়া মুদিখানা দোকানে অভিযান পরিচালনা করে ৩১৮ লিটার টিসিবির তেল জব্দ করাসহ ব্যবসায়ী নিতিশ চন্দ্র সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে কালোবাজারে তেল বিক্রি করায় টিসিবির ডিলার বালিয়াকান্দি বাজারের মিমি এন্টার প্রাইজের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে।
এ অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ পনিরুজ্জামান ও বালিয়াকান্দি থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।