রাজবাড়ী প্রতিনিধি।। বাড়িতে রোপনকৃত ৬ কেজি ওজনের ৪টি গাঁজার গাছসহ ৪ মাদক মামলার আসামী নায়েব আলী ওরফে গেদা(৩৯) কে ফের গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত গেদা- রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বড় চর বেনিনগর গ্রামের মৃত বালাজ উদ্দিনের ছেলে।
জানাযায়, নায়েব আলী ওরফে গেদা ৪ টি মামলার আসামি, তারপরও সে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা চালিয়ে-ই আসছে।এবার জানা গেল সে বাড়িতে গাঁজার চাষ করে।
৩০শে এ্রপ্রিল-২১ শুক্রবার বিকালে রাজবাড়ী থানার এসআই বোরহান উদ্দিন ও এএসআই হেমায়েত মোল্লাসহ সঙ্গীয় ফোর্স গেদার বসত বাড়িতে অভিযান চালিয়ে রান্না ঘরের পেছনে রোপন করা ৬ কেজি ওজনের ৪টি গাঁজার গাছ উদ্ধারপূর্ব গেদাকে গ্রেফতার করে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানিয়েছেন, গেদা ও অজ্ঞাত পরিচয়ের আরেক ব্যক্তিকে আসামি করে শনিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গেদার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের আরো ৪ টি মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।