রাজবাড়ী প্রতিনিধি।। মাত্রতিরিক্ত কেজিদরে তরমুজ বিক্রি করায় ১ জন তরমুজ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সেই সাথে স্বাস্থ্যবিধি না মানায় অপর ১ জনেকে সহ মোট ২,২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধে ও সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মানাতে ২৮শে এপ্রিল-২১ বিকেল ৪. টায় রাজবাড়ী জেলার কুটিরহাট বাজারে মোবাইল এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট জানায়, তরমুজের গড় মূল্য প্রতিপিচ (ছোট পিচ ওজন ৪কেজি) ১৫০ টাকায় ক্রয়করে ৬০ টাকা কেজিদরে বিক্রয় করে ভোক্তাকে ঠকানোর অভিযোগ প্রমানিত হওয়ায় ১ জন তরমুজ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ অনুযায়ী ২,০০০ টাকা এবং স্বাস্থ্য বিধি না মানায় ১ জন ব্যক্তিকে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০০ টাকাসহ সর্বমোট ২,২০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার। মোবাইল কোর্টের সার্বিক সহযোগিতা করেন- রাজবাড়ী সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার এবং রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম।
এ সময় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতস মাস্ক পরিধানে উৎসাহিত করার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।