দৌলতদিয়া ইউপি চেয়ারম্যানকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি সুজ্জল গ্রেফতার
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ ,২৬ এপ্রিল, ২০২১ | আপডেট: ৩:১০ পূর্বাহ্ণ ,২৭ এপ্রিল, ২০২১
স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রহমান মন্ডলকে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শফিকুল ইসলাম সুজ্জল (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
২৬শে এপ্রিল-২১ সোমবার বেলা ১২.টার দিকে উপজেলা পরিষদের সামনের কুমরাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুজ্জল- গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়া গ্রামের ইমান আলী খানের ছেলে।
গত ১৯শে মার্চ-২১ শুক্রবার রাত ৯ টার দিকে বাড়ি ফেরার পথে গোয়ালন্দ পদ্মার মোড় নামক গোয়ালন্দ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় চেয়ারম্যান আব্দুর রহমানের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যানের চাচাত ভাই আরিফ মন্ডল চাচাতো ভাই আরিফ মন্ডল বাদী হয়ে ২০ মার্চ গোয়ালন্দ ঘাট থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞতনামা আরো ৫/৭ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন। এতে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলকে প্রধান আসামী করা হয়েছে। এজাহারভুক্ত অপর আসামীরা হলেন মুনছুর বেপারী, এবিএম বাতেন, সজিব, জীবন, লিয়াকত হোসেন, গৌতম, নাবিল, রাজ্জাক, শাওন মন্ডল, মাসুদ মোল্লা, রুবেল, মোস্তফা, রাকিব প্রামানিক, বাবু মোল্লা ও শামীম। এর মধ্যে ৬ নম্বর আসামী লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক। মামলার আসামির অদিকাংশই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মী।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান- দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি হিসেবে শফিকুল ইসলাম সুজ্জলকে সোমবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের সামনের কুমরাকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে ওই সময়ই রাজবাড়ী আদালতে পাঠানো হয়। আদালতে সুজ্জলের পক্ষের আইজীবিরা জামিন আবেদন করলেও তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি আরো জানান, সুজ্জলের বিরুদ্ধে অস্ত্র, পুলিশের এএসআইকে মারপিট এবং মারামারির বেশ কয়েকটি মামলা রয়েছে।
উল্লেখ্য, এরআগে ২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি বুধবার বুধবার ভোরে গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ায় তার নিজ বাড়ি হতে ১টি বিদেশি পিস্তল সহ শফিকুল ইসলাম সুজ্জল (৩৮) কে গ্রেফতার করেছিল র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। তখন সে ছিল গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ।