নিজস্ব প্রতিনিধি।। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে গোয়ালন্দে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় ১,৫০০ পরিবারের মাঝে ত্রাণ(খাদ্য) সামগ্রী বিতরণ করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু ও চিড়া।
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ২৪শে এপ্রিল-২১ শনিবার দুপুর ১২.টার দিকে গোয়ালন্দের গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করা হগয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো. মাহবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক দিলশাদ বেগম বলেন- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার যৌনপল্লীর যৌনকর্মী, প্রতিবন্ধী ও হিজরা সম্প্রদায়সহ ১৫শ জনের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হলো। আগামীতে সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।