আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনের প্রথমদিনে স্বাস্থ্যবিধি মানাতে রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ জনকে অর্থদন্ড


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ ,১৩ এপ্রিল, ২০২১ | আপডেট: ১১:৪২ অপরাহ্ণ ,১৪ এপ্রিল, ২০২১
লকডাউনের প্রথমদিনে স্বাস্থ্যবিধি মানাতে রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ জনকে অর্থদন্ড

রাজবাড়ী প্রতিনিধি।। মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধে ও সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মানাতে ১৩ই এপ্রিল-২১ মঙ্গলবার সকাল সাড়ে ১০.টা থেকে প্রায় ২ ঘন্টাব্যাপী রাজবাড়ী জেলা শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযানে ৬ জনকে জরিমানা করা হয়েছে। এ সময় জনসাধারণকে মাস্ক পরিধানে উৎসাহিত করার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার ও হাবিবুল্লাহ’র নেতৃত্বে জেলা শহরের প্রধান সড়কে এবং বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ মোবাইল কোর্ট পরিচালনাকালে- স্বাস্থ্যবিধি না মানায় ৬ টি মামলায় মোট ৭,২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময়, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক ও আনসার বাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ জানান- বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক জনস্বার্থে রাজবাড়ী জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments

comments