আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্বাভাবিক মূল্যে পোষাক বিক্রির অপরাধে ফরিদপুরের বিভিন্ন বস্ত্র বিতানে জরিমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ ,৬ জুন, ২০১৮ | আপডেট: ১২:৫৭ পূর্বাহ্ণ ,৭ জুন, ২০১৮
অস্বাভাবিক মূল্যে পোষাক বিক্রির অপরাধে ফরিদপুরের বিভিন্ন বস্ত্র বিতানে জরিমানা

বিশেষ প্রতিনিধি ।। বিভিন্ন পোষাক সামগ্রী নির্ধারিত মূল্যের চেয়ে অস্বাভাবিক চড়া মূল্যে বিক্রি করার অপরাধে ফরিদপুর র‌্যাব-৮ ও ফরিদপুর জেলা প্রশাসন যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন বস্ত্রবিতানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।

৬ জুন-১৮ বুধবার বেলা সারে ৩.টা থেকে বিকেল সারে ৫.টা পর্যন্ত প্রায় দু’ঘন্টা অভিযান পরিচালনা করে বিভিন্ন পোষাক সামগ্রী নির্ধারিত মূল্যের চেয়ে অস্বাভাবিক চড়া মূল্যে (ক্ষেত্র বিশেষে প্রতিটি পোষাকে ৭০% থেকে ১৫০% পর্যন্ত বেশি লাভ) বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক “নকশী কাঁথা”কে ১০০০০০/-(এক লক্ষ) টাকা, “ফ্যাশন ওয়ার্ল্ড”কে ৩০০০০/-(ত্রিশ হাজার) টাকা ও “রেমন্ড সপ”কে ৫০০০০/-(পঞ্চাশ হাজার) টাকা, “অক্টোপাস”কে ২০০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়াও উক্ত প্রতিষ্ঠান গুলোকে ভবিষ্যতে অতিরিক্ত লাভ না করে যৌক্তিক মূল্যে পন্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত পরিচালিত অভিযানে, র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইফুল হাসান, সহকারী কমিশনার(ভূমি), মোঃ পারভেজ মল্লিক, সহকারী কমিশনার সজল চন্দ্র শীল ও সহকারী কমিশনার বেগম শাকিলা বিনতে মতিন উপস্থিত ছিলেন।

Comments

comments