আজ : বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী দিনে দুপুরে ছিনতাই


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ ,১২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১:১৬ পূর্বাহ্ণ ,১৩ এপ্রিল, ২০২১
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী দিনে দুপুরে ছিনতাই

পাংশা সংবাদদাতা।।  হাসপাতালও নিরাপদ নয়, চিকিৎসককে থ্রেড করে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভর্তি হওয়া ২ জন রোগী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

হাসপাতাল কর্তৃপক্ষকে তোয়াক্কা না করে সোমবার ১২ এপ্রিল বেলা সাড়ে ৩.টার দিকে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটালেও নিরব পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের তারফ থেকে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও জানা যায়।

হাসপাতালের দায়ীত্বরত চিকিৎসক বলেন- আমাকে থ্রেড করে ভর্তি হওয়া রোগী মোঃ ওয়াজেদ আলী(৬০) ও তার স্ত্রী রওশনারা বেগম (৫০) নামের ২ জন রোগীকে শামীম ও তার সহযোগীরা মারপিট করে নিয়ে যায়।

এ বিষয়ে, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তরুন কুমার পাল বলেন- বিষয়টি আমি আবগত হয়েছি লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ছিনতাইকারী শামীম পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাযধীন শরিষা ইউনিয়নে স্বাস্থ্য সহকারী ফিল্ড ওয়ার্কার হিসেবে দায়ীক্তরত রয়েছে বলে জানা গেছে।

হাসপাতালের রেজিস্টার থেকে ভর্তি হওয়ার রোগীর মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা জানান- জমিজমা নিয়ে বিরোধ থাকায় আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করে। পরে আমরা হাসপাতালে ভর্তি হই। কিছুক্ষণ পরেই শামীম ও তার সহযোগীরা আমাদেরকে হাসপাতাল থেকে মারপিট করে বের করে দেয়।  এ বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

Comments

comments