আজ : বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর বসন্তপুরে বড়ই চাষীকে মারধর করে বাগানের বেড়া ভাঙলো প্রতিপক্ষ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ ,১০ এপ্রিল, ২০২১ | আপডেট: ১২:৪২ পূর্বাহ্ণ ,১১ এপ্রিল, ২০২১
রাজবাড়ীর বসন্তপুরে বড়ই চাষীকে মারধর করে বাগানের বেড়া ভাঙলো প্রতিপক্ষ

বিধান কুমার।। রাজবাড়ীর বসন্তপুরে সফল বড়ই চাষীকে মারধর করে ও তার বড়ই বাগানের বেড়া ভেঙ্গে ফেলেছে প্রতিপক্ষ। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে রাজবাড়ী ইউএনও, সদর থানা ও কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ওই চাষী।

বিস্তারিত:- রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত বছিরউদ্দিন মোল্লার ছেলে আঃ রহমান মোল্লা একজন সফল বড়ই চাষী তিনি গত ১৪/১৫ বছর যাবৎ বিভিন্ন প্রজাতির বড়ই গাছ লাগিয়ে প্রায় ৩৫ বিঘা জমিতে বড়ই চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তিনি নিজের কিছু জমি সহ লিজ কৃত জমিতে বড়ই চাষ করে আসছেন।

গত ০৫/০৪/২০২১ইং তারিখ রাত আনুমানিক ৮.টার দিকে একই গ্রামের সালাম সরদারের ছেলে ওহিদ সরদার, ওহিদ সরদারের ছেলে অনিক সরদার, মোকলেস সরদার, মৃত রুস্তম শেখের ছেলে নমির, মান্নান শেখের ছেলে হাকিম শেখ তাকে বাবলুর দোকানের সামনে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে ও জীবন নাশের হুমকি দেয়। সেই সাথে তার চাষকৃত বড়ই বাগান ভেঙ্গে ফেলার হুমকি দেয় এবং ওই রাতেই তার বাগানের উত্তর অংশের প্রায় ১ শত ফুট বাশের তৈরী বাগান রক্ষা বেড়া ভেঙ্গে ফেলে।

পরদিন চাষী আঃ রহমান মোল্লা উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে- রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

রাজবাড়ী সদর থানা সুত্রে জানা যায় আঃ রহমান মোল্লার একটি লিখিত আমরা পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

Comments

comments