রাজবাড়ী কোর্ট চত্বরে নির্মাণ চলছে মার্কেটের দোকান বরাদ্দে দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ ,৩১ মার্চ, ২০২১ | আপডেট: ১:১১ পূর্বাহ্ণ ,২ এপ্রিল, ২০২১
সমীর কান্তি বিশ্বাস।। রাজবাড়ী জেলা জজ আদালত চত্বরের পুরাতন দোকান ঘর ভেঙ্গে নতুন দোতালা বানিজ্যিক মার্কেট নির্মাণের কাজ চলছে। বানিজ্যক ভিত্তিতে ওই মার্কেটের দোকান বরার্দ্দে অনিয়ম ও দূনীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কোর্ট চত্বরের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
রাজবাড়ী কোর্ট চত্বর ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে ৩১শে মার্চ-২১ বুধবার সকাল ১১ টার দিকে কোর্ট চত্বরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের অভিযোগ পত্রে উল্লেখ করেছেন- জেলা জজ আদালতে মসজিদ সংলগ্ন পুরাতন দোকান ঘর ভেঙ্গে নতুন দোতালা মার্কেট নির্মানের জন্য সিদ্ধান্ত নেন। গত ২০১৫-২০১২ ইং তারিখে পুরাতন দোকান ঘর ভেঙ্গে ২১ টি দোকান ঘর ও ২য় তলায় ২১ টি দোকান ঘর নির্মানের কাজ শুরু করে। প্রত্যেকটির দোকান ঘর বাবদ ৩ লক্ষ টাকা করে পজিশন নির্ধারন করা হয় এর মধ্যে ১ লক্ষ টাকা করে জামানত অফেরত যোগ্য হিসাবে নির্ধারন ঘোষনা করা হয়। পূর্বের ক্ষুদ্র ব্যবসায়ীরা এই অধিক অর্থ প্রদান করতে ব্যথ হয়। কোর্ট চত্বরে দোকান বরাদ্দ নিতে অপারগতা প্রকাশ করে। ক্ষুদ্র ব্যবসায়ীরা স্বল্পমূল্যে সঠিক ভাবে মূল্যায়ন করে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ প্রদান করার জন্য এক মানবন্ধন করে। মানববন্ধন শেষে উপরোক্ত ঘটনাবলীর তদন্ত সাপেক্ষে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর নিকট জেলা প্রশাসকের মাধ্যমে একটি আবেদন পত্র পেশ করে।
উল্লেখ্য, রাজবাড়ী জেলা জজ আদালত চত্বরের পুরাতন দোকান ঘর ভেঙ্গে নতুন দোতালা বানিজ্যিক মার্কেট নির্মাণের কাজ চলছে। রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নিজস্ব জমি জবর দখল করে উক্ত মার্কেট নির্মাণ হচ্ছে, এমন দাবি করে- উকিল বারের নেতৃবৃন্দরা গত ২৯শে মার্চ-২১ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে কোট চত্বরে অবৈধ বানিজ্যিক মার্কেট নির্মাণ বন্ধের জন্য প্রতিবাদ জানান। এ সময় জজ কোর্টের উত্তর পাশ্বে নির্মাণাধীন বানিজ্যিক মার্কেটের চলমান কার্যক্রম জোরপূর্ব বন্ধ করতে গেলে ঘটনাস্থলে উকিল বারের সদস্যরা জজ কোর্টের ৩য়/৪র্থ শ্রেনির কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতা হাতিতে জড়িয়ে পরে।ঘটনাস্থলের দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাটি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন।
এ ঘটনার পর-পরই জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট স্বপন কুমার সোমের আহবানে বার কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এবং জজ কোর্ট চত্বরের সামনে এক মানববন্ধন ও সমাবেশ করেছে তারা। কোর্ট চত্বরের বানিজ্যিক মার্কেটের নির্মাণ কাজ বন্ধ করা না হলে অনির্দিষ্ট কালের জন্য জজ কোর্ট বর্জনের হুশিযারী দেন তারা। সমাবেশের নেতৃত্ব দেন বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট স্বপন কুমার সোম ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট আনিসুর রহমান আনিস।
প্রকাশ থাকে যে, জেলা জজ আদালতের মসজিদ সংলগ্ন পুরাতন দোকান ঘর ভেঙ্গে নতুন দোতালা মার্কেট নির্মানের জন্য সিন্ধান্ত গৃহীত হয়।গত ১৫/১২/২০২০ ইং তারিখে পুরাতন দোকান ঘর ভেঙ্গে নিচ তলায় ২১ টি দোকান ঘর ও ২য় তলায় ২১ টি দোকান ঘর নির্মানের কাজ চলছে। প্রত্যেকটি দোকান ঘর জামানত বাবদ ৩ লক্ষ টাকা পজিশন নির্ধারণ করা হয়। এর মধ্যে ১ লক্ষ টাকা অফেরত যোগ্য জামানত হিসাবে ঘোষনা করা হয়।
এদিকে, জায়গাটির মুল মালিক জেলা গণপুর্ত বিভাগের প্রকৌশলী তাদের জায়গা, তাই কোন প্রকার স্থাপনা নির্মান না করার জন্য একটি নোটিশ প্রদান করেন।