গোয়ালন্দ সংবাদদাতা।। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের উজানের পদ্মা নদীতে গুরুদেব হলদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি রুই মাছ। মাছটি বিক্রি হয়েছে ২,৫৫০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৭০০ টাকায়।
২৭শে মার্চ-২১ মঙ্গলবার বেলা ১১.টার দিকে রুই মাছটি ধরা পড়ে। কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা।
চান্দু মোল্লা জানান- একটু লাভের আশায় গুরুদেব হলদারের কাছ থেকে ২,৫৫০ টাকা কেজি দরে ৩৫,৭০০ টাকা দিয়ে তিনি রুই মাছটি কিনে নেন এবং ঢাকায় পাঠান। হয়তো সেখানে ২৭০০/ ২৮০০ টাকা কেজি দরে দাম পাওয়া যাবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।