রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ ,২৬ মার্চ, ২০২১ | আপডেট: ১২:১৮ পূর্বাহ্ণ ,৩০ মার্চ, ২০২১
রাজবাড়ী প্রতিনিধি।। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২১ উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জেলার সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেছেন রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
শুক্রবার সকাল ৮টা হতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের বঙ্গবন্ধুর ভাস্কর্যে, শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে, রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে, লোকোশেড বধ্যভূমি, লক্ষ্মীকোলের মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদিকের কবরে ও নিউ কলোনীর মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশির কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন।
পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে ময়দানে জতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ, জাতীয় সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।