পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় ধরা পড়লো বড় আকৃতির একটি তাজা ইলিশ মাছ। যার ওজন প্রায় ২ কেজি। ২২ মার্চ-২১ সোমবার বরগুনার তালতলী উপজেলার বরবগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কাওসার হাওলাদারের পুকুরে ইলিশ মাছটি পাওয়া যায়। এ খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে ভিড় করেন এলাকার সাধারণ মানুষ।
কাওসার হাওলাদার জানান- চৈত্র মাস আসলেই প্রায় খাল-বিল শুকিয়ে যায়। আমার পুকুরেও পানি কমে গেছে, সেচ দেয়ার পরে জাল দিয়ে মাছ ধরার সময় ইলিশ মাছটি ধরা পড়েছে। মাছটির ওজন ২কেজির কাছাকাছি।’
তিনি আরো বলেন, আমার ধারণা, বর্ষা মৌসুমে যখন খাল-বিল সবকিছুই তলিয়ে যায় তখন তার পুকুরটিও তলিয়ে গিয়েছিল। এই ইলিশ মাছটি তখন নোনা পানির সঙ্গে হয়তো এই পুকুরে ঢুকে পড়ে।
গ্রামবাসী বলেন, কখনো তাজা ইলিশ মাছ দেখিনি, আমরা শুনলাম পুকুরে ইলিশ ধরা পড়ছে তাই দেখতে এলাম।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন- ‘ইলিশ মাছ পুকুরে অনেক দিন বাঁচে, ইলিশের যখন ডিম পাড়ার সময় হয় ছোট অবস্থায় নদীতে চলে আসে। সেখান থেকে খাল-বিলে অন্তত ছয় মাস তারা থাকে। সেখান থেকে হয়তো ওই পুকুরে মাছটি আটকা পড়ে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।