আজ : রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ইউপি চেয়ারম্যানের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ ,২২ মার্চ, ২০২১ | আপডেট: ২:৫০ পূর্বাহ্ণ ,২৩ মার্চ, ২০২১
গোয়ালন্দে ইউপি চেয়ারম্যানের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

গোয়ালন্দ সংবাদদাতা।।  দৌলতদিয়া ঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুর রহমান মন্ডলের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

২২শে মার্চ-২১ সোমবার সকালে ১১.টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় কয়েকশ নারী-পুরুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন- দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ. গনি মন্ডল, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব হাবিবুর রহমান কৃষকলীগ নেতা রহিম বিডিয়ার অবসরপ্রাপ্ত, রফিকুল ইসলাম, মোতালেব, জুয়েল গায়ানসহ চেয়ারম্যানের আত্মীয় স্বজনরা।

এ সময়, চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল কে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জরিতদের ও হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রতিবাদী বক্তারা।

উল্লেখ্য, গত ১৯শে মার্চ-২১ শুক্রবার রাত ৯.টার দিকে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সভা শেষে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল (৪৫) মোটর সাইকেল যোগে দৌলতদিয়া বেপারি পাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন। তার সাথে আরো একটি মোটর সাইকেল ছিল। পথিমধ্যে পদ্মার মোড় নামক স্থানে পৌছালে পূর্ব হতে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সন্ত্রাসী হামলার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যায়। তখন ইউপি চেয়ারম্যান আ. রহমানের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার পেট,পিঠ ও ঘাড় মারাত্মক জখম হয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্ব প্রাপ্ত ডাক্তার মৌসুমি আক্তার জানান।

এ ঘটনায়, চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের উপর সন্ত্রাসী হামলায় তার চাচাত ভাই আরিফ মন্ডল বাদী হয়ে ২০ মার্চ শনিবার গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলকে প্রধান আসামী করে মোট ১৬ জন ও অজ্ঞাত নামা আরো ৫/৭ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন।

এজহার ভুক্ত আসামীরা হলেন- শফিকুল ইসলাম সুজ্জল, মুনছুর বেপারী, এবিএম বাতেন, সজিব, জীবন, লিয়াকত হোসেন, গৌতম, নাবিল, রাজ্জাক, শাওন মন্ডল, মাসুদ মোল্লা, রুবেল, মোস্তফা, রাকিব প্রামানিক, বাবু মোল্লা ও শামীম।

ওই মামলার ৬নং এজাহার ভুক্ত আসামি লিয়াকত হোসেন (৩৫) Liakot Hossain BC কে পুলিশ গ্রেফতার করেছে। সে গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

এ বিষয়ে, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান- দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের চাচাতো ভাই হারিজ মন্ডল বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলার ৬নং এজাহার ভুক্ত আসামি লিয়াকত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বাঁকী আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

Comments

comments