রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। রাজবাড়ী জেলা শাখার আয়োজনে ১২ই মার্চ-২১ শুক্রবার দুপুরে রাজবাড়ী পৌরসভার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় নেতা ওয়াহিদুজ্জামান সরকার, কাজী জহুরুল ইসলাম বুলবুল। বক্তৃতা করেন, বাপুর রাজবাড়ী জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়াজিউল্লাহ মন্টুসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি বক্তব্যে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন- করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পুস্তক ব্যবসায়ীরা। কর্মমুখি শিক্ষা ব্যবস্থার পক্ষে আমি। শিক্ষাপ্রতিমন্ত্রী থাকা অবস্থায় বিদেশে গিয়ে দেখিছি, ওই সব দেশে কর্মমুখি শিক্ষা প্রদান করা হচ্ছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার যে যা হতে চাচ্ছে, মেধা অনুযায়ী ওই সব শিক্ষার্থীদের সে ব্যবস্থা করে দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে কুদরোদি খোদা শিক্ষা ব্যবস্থা চালু করা জরুরী।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।