আজ : রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে করোনার টিকা নিলেন- এমপি, ডিসি, এসপি। প্রথম দিনেই ২১৮জন টিকা গ্রহন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ ,৯ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১২:৩১ পূর্বাহ্ণ ,১২ ফেব্রুয়ারি, ২০২১
রাজবাড়ীতে করোনার টিকা নিলেন- এমপি, ডিসি, এসপি। প্রথম দিনেই ২১৮জন টিকা গ্রহন

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীতে টিকা প্রদান কর্যক্রম উদ্বোধনের পর- করোনার টিকা নিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ৭ ফেব্রুয়ারি-২১ রবিবার সকালে সারাদেশে একযোগে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে একই দিনে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনা টিকা প্রদানের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

৯ ফেব্রুয়ারি-২১ মঙ্গলবার সকাল ১০.টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্রে টিকা গ্রহন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর হাসপাতালের তত্তাবধায়ক দীপক কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা এনএসআই-এর সহকারী পরিচালক শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সিনিয়র স্টাফ নার্স ও ভ্যাকসিন ইউনিট ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।

এরআগে, কার্যক্রম শুভ উদ্বোধনের দিনেই জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এবং ডাঃ আবু শহীদ, ডাঃ বিমল ব্যাপারীসহ দিন ব্যাপী ৭৮ জনকে টিকা প্রদান করা হয়।

৮ ফেব্রুয়ারি-২১ সোমবার সকালের দিকে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্র হতে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার মোঃ ইব্রাহিম টিটন করোনা টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহনের পর রাজবাড়ী জেলাবাসীকে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের অনুরোধ করে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন- আসুন করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করি, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করি।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, রাজবাড়ী জেলাতে ৩৬ হাজার করোনা টিকা এসেছে। নিবন্ধীত ব্যক্তিরা পাচ্ছেন এ টিকা। যে কারণে নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রায় তিন হাজার মানুষ নিবন্ধন করেছেন। প্রথম দিনই ২শত ১৮ জনকে টিকা প্রদান করা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালসহ জেলা অন্যান্য চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদান কার্যক্রম এক যোগে উদ্বোধন করা হয়েছে। গত রবিবার যাদের টিকা দেয়া হয়েছে তাদের মধ্যে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়া নি। বর্তমানের ৪০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা নিবন্ধন করতে ও টিকা গ্রহণ করতে পারছেন।

এমপি কাজী কেরামত আলী বলেন- বিশ্বের অনেক দেশ এখনো টিকা পায়নি। মাননীয় প্রধানমন্ত্রী টিকার ব্যবস্থা করেছেন। তিনি রাজবাড়ী বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

টিকা গ্রহণকারীরা জানান- নিবন্ধনের স্লিপ দেখিয়ে তালিকাভুক্ত হবার পর তাদের টিকা দেয়া হয়। টিকা দেবার পর পৃথক একটি রুমে আধা ঘন্টা সময় তাদের পর্যবেক্ষণে রাখা হয়। টিকা গ্রহণের পর সুস্থ রয়েছেন, কোন শারীরিক সমস্যা হয়নি। দ্রুত সময়ের মধ্যে এই টিকা এনে মানুষের মাঝে বিনা মূল্যে বিতরণ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

Comments

comments