রাজবাড়ী প্রতিনিধি।। "মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে "জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১" উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হযয়েছে।
৭ ফেব্রুয়ারি-২১ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক দিলসাদ বেগম।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহবুর রহমান শেখ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌসসহ জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।