গোয়ালন্দ সংবাদদাতা।। গোয়ালন্দঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
৩১শে জানুয়ারী-২১ রবিবার ভোরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর কছিমদ্দিন পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- পশ্চিম উজানচর কছিমদ্দিন পাড়া গ্রামের দরবেশ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০), গোয়ালন্দ পৌরসভাধীন ক্ষুদিরাম সরকার পাড়া গ্রামের মৃত ফড়িং বাবু’র ছেলে অনিক ইসলাম (৩২) ও দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টারের পাড়া গ্রামের মৃত আলাল খানের ছেলে রবিন খান (২৮)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান- এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।