আজ : বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রার্থীতা ফিরে পাচ্ছেন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী তোফাজ্জেল মিয়া


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ ,২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:১০ পূর্বাহ্ণ ,২৭ জানুয়ারি, ২০২১
প্রার্থীতা ফিরে পাচ্ছেন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী তোফাজ্জেল মিয়া

রাজবাড়ী প্রতিনিধি।। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ-এর মহামান্য হাইকোর্ট ডিভিশনে আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র বৈধ প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন, আগামী ১৪/২/২০২১ইং তারিখে অনুষ্ঠেয় আসন্ন রাজবাড়ী পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদ প্রার্থী ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া। আজ রাতে তিনি এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে, রাজবাড়ী পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার সারোয়ার আহম্মেদ সালেহীন ২৬শে জানুয়ারি-২১ মঙ্গলবার রাত সাড়ে ৯.টার দিকে জানান- বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনো পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশনাপত্র হাতে পান নি। নির্দেশনা পত্র হাতে পেলে তা যাচাই-বাছাই শেষে বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, গত ১৯শে জানুয়ারী-২১ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্রগুলোর যাচাই-বাছাই শেষে ‘স্ত্রীর খেলাপী ঋণের জামিনদার হওয়ার কারণে’ বিএনপির মনোনীত মেয়র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়ার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন-নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন।

এরপর ২০শে জানুয়ারী তিনি ‘নির্বাচনের আপীল কর্তৃপক্ষ’ হিসেবে জেলা প্রশাসকের কাছে আপীল দায়ের করেন। ২৩শে জানুয়ারী বিকালে ‘নির্বাচনের আপীল কর্তৃপক্ষ’ জেলা প্রশাসক দিলসাদ বেগম তার কার্যালয়ে আপীল শুনানীর পর আবেদন না মঞ্জুর করে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাতিলের আদেশ বহাল রাখেন।

মেয়র প্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়ার পক্ষে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, ১নং যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিব(দায়িত্বপ্রাপ্ত) এ্যাড. কামরুল আলম এবং সিনিয়র আইনজীবী ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. মোসলেম উদ্দিন খান আপীল শুনানীতে অংশগ্রহণ করেন। এ সময়, নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন এবং সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, মনোনয়ন পত্র দাখিলের সময়ে অর্থাৎ গত ১৭ই জানুয়ারী পর্যন্ত তোফাজ্জেল হোসেন মিয়া ঋণ খেলাপী ছিলেন। স্থানীয় সরকার(পৌরসভা) নির্বাচন আইন এর ১৯(২)(ক) অনুসারে মনোনয়নপত্র জমা দেয়ার তারিখে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত কোন ঋণ মেয়াদোত্তীর্ণ অবস্থায় অনাদায়ী থাকলে তিনি নির্বাচনের অযোগ্য হবেন। এ ক্ষেত্রে ১৭ই জানুয়ারী মনোনয়ন জমা দেয়ার পর ১৮/১/২০২১ তারিখে তিনি ঋণটি পুনঃ তফসীল করার উদ্যোগ গ্রহণ করায় মনোনয়নপত্র জমা দেয়ার তারিখে তিনি ঋণ খেলাপী ছিলেন বিধায় রিটার্নিং অফিসার কর্তৃক ১৯/১/২০২১ তারিখে মনোনয়নপত্র বাতিলাদেশ যথার্থ হওয়ায় জেলা প্রশাসক ও আপীল কর্তৃপক্ষ রাজবাড়ী পৌরসভা নির্বাচন-২০২১ কর্তৃক তোফাজ্জেল হোসেন মিয়ার আপীল আবেদন না মঞ্জুর করেন এবং মনোনয়নপত্র বাতিলাদেশ বহাল রাখেন।

তবে, বিএনপি প্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়া জানান- তিনি ঋণ খেলাপী নন, অনেক আগেই রুপালী ব্যাংকের টাকা পরিশোধ করেছেন, প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালত পর্যন্ত যাবেন বলে তিনি জানান।

পরবর্তীতে, প্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়া প্রার্থীতা ফিরে পেতে, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ-এর মহামান্য হাইকোর্ট ডিভিশনে আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র বৈধ প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Comments

comments