স্টাফ রিপোর্টার।। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসাবে রাজবাড়ী জেলার তিন উপজেলায় ৬২০টি ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, অন্য পাবে, চিকিৎসা পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে- এটা ছিল বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা ছিল বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা। এ ঘোষণার অংশ হিসেবে মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্পের আওতায় ২৩শে জানুয়ারি-২১ শনিবার সকালে সারাদেশের ন্যায় রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীনদের জমি ও গৃহহীন ঘর প্রদানের উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরতি আসনের এমপি সালমা চৌধুরী রুমা, খোদেজা নাছরিন আক্তার, স্থানীয় সরকার ঢাকা বিভাগের পরিচালক (যুগ্ম-সচিব) আমিনুর রহমান, জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, আলীপুর ইউপি চেয়ারমান মোঃ শওকত হাসান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ।
আলীপুর ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হাসান জানান- প্রধানমন্ত্রীর দেয়া জমি ও ঘর ১২০টি ঘর সদর উপজেলায় বরাদ্ধ হয়েছে। যার সব গুলো তার ইউনিয়নে। স্থানীয় এমপি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, আজ ইতিহাসের স্বা তিনি। পৃথিবীর অনেক বড় বড় সর্মদ্ধ দেশ আছে, যারা এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই। একদিনে ৬৬ হাজারের বেশি পরিবার জমি ও ঘর পাচ্ছে। জাতির জনকের স্বপ্ন পুরনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংসদ সদস্য কাজী কেরামত আলী জানান, আজ একটি ঐতিহাসিক দিন। শেখ হাসিনার বুদ্ধিমত্তা ও দুরদর্শিতার কারণে এ কাজ করা সম্ভব হয়েছে। বিগত দিনের সরকার কখনও এ ধরনের প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করতে পারেন নাই। কিন্তু তার সরকার করছে। এছাড়া বর্তমান সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে এবং আশা করছেন দ্রুত দ্বিতীয় পদ্মা সেতুর কাজ সরকার শুরু করবে।
গোয়ালন্দঃ একইদিন সকালে গোয়ালন্দ উপজেলা হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার পরপরই গোয়ালন্দে ৪৩০ অসহায় পরিবারের হাতে সেমি পাকা সকল ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকির, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান, হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যার আমজাদ হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীরসহ সরকারী সকল দপ্তরের কর্মকর্তাগন।
বালিয়াকান্দিঃ একইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে বালিয়াকান্দি উপজেলায় ৭০টি ঘর হস্তান্তর করেন।
ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব বীরমুক্তিযোদ্ধা গোলাম রহমান মিঞা, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস,এম আবু দারদা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্যা, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি ছলেমান আলী মোল্যা দলুসহ উপকারভোগীবৃন্দ।
উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার ১২০টি, গোয়ালন্দ উপজেলার ৪৩০টি ও বালিয়াকান্দি উপজেলার ৭০টি ঘর ও জমি উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়। রাজবাড়ী জেলায় ১২ কোটি ৯৯ লক্ষ ৬০ হাজার টাকায় ৭৬০ জন গৃহহীনের জন্য ঘর নির্মাণের কাজ চলছে। এরমধ্যে সদরে ১২০টি, পাংশায় ১০০টি, কালুখালীতে ৪০টি, বালিয়াকান্দিতে ৭০টি ও গোয়ালন্দে ৪৩০টি। ইতোমধ্যে ৬৩১টি ঘর নির্মান সম্পন্ন হয়েছে এবং বাঁকী ঘর দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত করে উপকারভোগীদের বুঝিয়ে দেয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।