এমপি কাজী কেরামত আলীর উদ্যোগে রাজবাড়ীর মুলঘরে ৩শ কম্বল বিতরণ
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ ,২২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ণ ,২২ জানুয়ারি, ২০২১
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ ,২২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ণ ,২২ জানুয়ারি, ২০২১
রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ৩০০ জন অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল (শীতবস্ত্র) তুলে দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
মুলঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিবর রহমানের সভাপতিত্বে ২২শে জানুয়ারি-২১ শুক্রবার বিকেলে মুলঘর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসাবে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী মটর চালক লীগের সহ-সভাপতি এস এম রিয়াজুল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন শেখ ও মুলঘর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মিবৃন্দরা উপস্থিত ছিলেন।