আজ : রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় হাতুড়ি দিয়ে পিটিয়ে কলেজ ছাত্র সিফাতকে হত্যা করলো বন্ধুর শত্রুরা। আটক ২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ ,১৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:১৪ পূর্বাহ্ণ ,১৭ জানুয়ারি, ২০২১
পাংশায় হাতুড়ি দিয়ে পিটিয়ে কলেজ ছাত্র সিফাতকে হত্যা করলো বন্ধুর শত্রুরা। আটক ২

পাংশা সংবাদদাতা।।  শত্রু ভেবে চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে স্বপন মন্ডলের স্থলে এমডি সাজেদুর রহমান সিফাত (১৯) নামে এক কলেজ ছাত্রকে ধারালো অস্ত্র, লাঠি ও হাতুড়ি দিয়ে ইচ্ছেমত পিটিয়ে মারাত্নক জখম করে হত্যা করেছে বন্ধুর শত্রুরা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

একাধিক হাসপাতালে রেফার্ড করার পর গত ১৩ই জানুয়ারি-২১ বুধবার রাত ৮.টার দিকে চিকিৎসাধিন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ১১.টার দিকে হাবাসপুর কাচারীপাড়া বাজার সংলগ্ন সেলিম প্রামানিকের বাড়ীর সামনে মারপিটের ঘটনা ঘটে।

নিহত সিফাত- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের ব্র্যাক কর্মী রফিকুল ইসলামের ছেলে এবং পাংশা সরকারী কলেজের এইচএসসি পাস নিয়মিত ছাত্র।

সিফাতের বন্ধু আব্দুর রাজ্জাক জানান- পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া বাজার এলাকার শহিদ মন্ডলের ছেলে কলেজ ছাত্র স্বপন মন্ডলের সাথে একই গ্রামের ওয়াজেদ প্রামানিকের ছেলে সেলিম প্রামানিক (৩২) এর বিরোধ ছিলো। গত মঙ্গলবার বিকালে নিহত সিফাত পাশ্ববর্তী চরঝিকুরী গ্রামে অনুষ্ঠিত ব্যাডমিন্টন খেলা দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ১১.টার দিকে তার স্বপন মন্ডলের সাথে দেখা হয়। এলাকার ছেলে হওয়ায় এ সময় স্বপনের মোটরসাইকেল সে চালিয়ে বাড়ির দিকে রওয়ানা হয়। মোটরসাইকেল মালিক স্বপন মন্ডল তার পিছনে বসে থাকে। তাদের মোটরসাইকেলটা কাচারীপাড়া বাজার সংলগ্ন সেলিম প্রামানিকের বাড়ীর সামনে পৌছতেই আগে থেকেই ওতপেতে কতিপয় দূর্বৃত্তরা তাদের গতিরোধ করেই ধারালো অস্ত্র, লাঠি ও হাতুড়ি দিয়ে মারপিট শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে মোটরসাইকেল মালিক স্বপন মন্ডল দৌরে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘাতকরা মোটরসাইকেল চালক সিফাতকে স্বপন মন্ডল মনে করে গুরুতর জখম করে। সিফাতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত বুধবার রাত ৮.টার দিকে চিকিৎসাধিন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেলের মর্গে সিফাতের ময়না তদন্ত শেষে সন্ধ্যার দিকে তার মরদেহ নিয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা করা হয়।

এ ঘটনায়, পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানান- আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্তও ওই ঘটনায় পাংশা থানায় কোন মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ তৎপর হওয়ায় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সেলিম প্রামানিক ও তার সহযোগি মৃত সোবাহান প্রামানিকের ছেলে হেলাল প্রামানিক (৩৫) কে আটক করেছে। সিফাতের পরিবারের সদস্যরা থানায় মামলা দায়ের করলেই আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Comments

comments