ডেস্ক নিউজ।। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র সাবেক ব্যক্তিগত গাড়ি চালক এবং বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন- প্রধানমন্ত্রী।
শুক্রবার এক শোক বার্তায় মরহুমের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শাহজাহান মোল্লা ৮ জানুয়ারি-২১ শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লিাহি ওয়া ইন্না ইরাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ আত্মীয়-স্বজন, সহকর্মী, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শাহজাহান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের শোক বার্তা
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত গাড়ী চালক মোঃ শাহজাহান মোল্লা’র মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ পরিবার গভীরভাবে শোকাহত।
শোকাহত পরিবারের সকলের প্রতি বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপনসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।
মহান রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করুন। আমিন...
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।