আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ধরতে গিয়ে আসামী ৩ কেজী গাজাসহ আরেক মাদক ব্যাসায়ী আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ ,২৯ মে, ২০১৮ | আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ণ ,৩ জুন, ২০১৮
ধরতে গিয়ে আসামী ৩ কেজী গাজাসহ আরেক মাদক ব্যাসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি।।কোতয়ালী থানার ৮১/২০১৮নং মাদক মামলার আসামী পারভেজ সেখ (১৯) কে গ্রেফতার করতে গিয়ে ৩ কেজি গাজাসহ শিল্পী বেগম (৪০) নামে আরেক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ।

আটককৃত, শিল্পী বেগম- ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার গুহলক্ষীপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী।এবং আসামী পারভেজ ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার গুহলক্ষীপুর গ্রামের মিজানুর শেখের ছেলে।

বিস্তারিতঃ অত্র মামলার বাদী এসআই মোঃ ফরহাদ হোসেন সংগীয় ফোর্সসহ কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৭ মে-১৮ রবিবার বিকেল ৪.টার দিকে অত্র থানাধীন গুহলক্ষীপুরস্থ শিল্পী বেগমের স্বামী-নুর ইসলামের বসত বাড়ীর সামনে হইতে (কোতয়ালী থানার মাদক মামলা নং-৮১/২০১৮ইং ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন (সংশোধন) আইন ২০০৪ এর ১৯(১) এর টেবিলের ৭(ক)/২৫ )) আসামী পারভেজকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামী পারভেজ জানায় সে আসামী সালেহা বেগমের স্বামী-আমির হামজা গাজা বিক্রি করে এবং সাহেলার ঘরে বড় এক প্যাকেট গাজা আছে।
তাহার দেওয়া তথ্য মতে আসামী সাহেলা বেগমকে তাহার গুহলক্ষীপুরস্থ বসত বাড়ী হইতে গ্রেফতার করেন এবং তাহার বসত ঘর হইতে নিজ হাতে বাহির করিয়া দেয়া মতে ৩(তিন) কেজি গাজা উদ্ধার করা হয়।এসময় তার স্বামী-নুর ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

Comments

comments