আজ : বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে রাজাকারের নামে বাসস্ট্যান্ড! নাম পরিবর্তনের জন্য ডিসি’কে উকিল নোটিশ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ ,২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:১২ পূর্বাহ্ণ ,১ জানুয়ারি, ২০২১
রাজবাড়ীতে রাজাকারের নামে বাসস্ট্যান্ড! নাম পরিবর্তনের জন্য ডিসি’কে উকিল নোটিশ

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা সদরের শহীদওহাবপুরের ১৯৭১এর ভয়ংকর রাজাকার ফেলু শেখের নামে রাজবাড়ী-ফরিদপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দর্পনারায়নপুর বাসস্ট্যান্ডসহ স্থানের নাম পরিবর্তনের দাবীতে জেলা প্রশাসককে ডাকযোগে উকিল নোটিশ দিয়েছেন এ্যাড. মোঃ আবুল হোসেন মোল্লা।
গত ২৪শে ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের ফ্রন্ডডেক্স থেকে উকিল নোটিশটির প্রাপ্তি স্বীকার করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ৭দিনের মধ্যে ওই স্থানের নাম পরিবর্তন করে হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা বলেছেন ওই আইনজীবি। অন্যথায় পরবর্তী আইনী প্রদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়।
ওই উকিল নোটিশে বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালীন রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়নপুর গ্রামের ভয়ংকর রাজাকার ফেলু শেখের অত্যাচারে একদিনেই কল্যাণপুর গ্রামে ২৫০জন নিরীহ বাঙালী কৃষককে হত্যা করা হয়। শুধু কল্যাণপুরেই নয় তার সহযোগিতায় আশেপাশের গ্রামের শতশত নিরীহ মুক্তিকামী মানুষকেও হত্যা করে পাকহানাদার বাহিনী। কিন্তু দেশ স্বাধীন হওয়ার ৪৯ বছর পরও রাজবাড়ী-ফরিদপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দর্পনারায়নপুর বাসস্ট্যান্ডসহ ওই স্থানের নাম ব্যবহার হচ্ছে ওই ভয়ংকর রাজাকারের নামে।
আইনজীবি মোঃ আবুল হোসেন মোল্লা ভয়ংকর রাজাকার ফেলুর নাম পরিবর্তন করে অন্য যেকোন নাম রাখার অনুরোধ জানান।

Comments

comments