রাজবাড়ী প্রতিনিধি।। কেক কাটা ও উপহার বিতরণের মধ্যোদিয়ে রাজবাড়ীতে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “বড় দিন” পালিত হয়েছে।
বড়দিন উপলক্ষ্যে ২৫শে ডিসেম্বর-২০ শুক্রবার সকালে রাজবাড়ী জেলা শহরের কলেজ রোড এলাকার সাইলাস মিড ব্যাপটিস্ট চার্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এ সময়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরীফ উজ জামান, জেলা এনএসআই-এর উপ-পরিচালক শরিফুল ইসলাম, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, ব্যাপটিষ্ট চার্জের পালক জেমস হালদার, সম্পাদক রবিন দেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে জিআইজি হাবিবুর রহমানের পক্ষ থেকেও শুভেচ্ছা উপহার দেয়া হয়।
ব্যাপটিষ্ট চার্জের পালক জেমস হালদার জানান, করোনার কারণে বড়দিনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। তারপরও প্রদীপ প্রজ্জলন, আরাধনা, শিশুদের মাঝে উপহার বিতরণ ও কেক কাটা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।