ফরিদপুর র্যাব কর্তৃক গোয়ালন্দ হতে ১১ মাদকসেবী আটক
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ ,২৮ মে, ২০১৮ | আপডেট: ১১:০৮ অপরাহ্ণ ,২ জুন, ২০১৮
নিজস্ব প্রতিনিধি ।। র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ২৮ মে-১৮ বিকেল ৫.টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন দৌলতদিয়া পতিতালয় এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জন মাদক সেবীকে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটককৃতরা হলো, ১। মোঃ আঃ রহিম(৩৫), পিতা- মৃত হাকিম শেখ, সাং-উত্তর দৌলতদিয়া বেপারী পাড়া, থানা-গোয়ালন্দ, ২। সুব্রতশীল(৫০), পিতা-মৃত মাখনশীল, সাং-লক্ষীপুর, থানা-রাজবাড়ী সদর, ৩। মোঃ মিলন শেখ(২২), পিতা- মান্নান শেখ, সাং-হাজরা পাড়া, থানা-পাংশা, ৪। রকি কুমার দাস জমাদার(২৮), পিতা-স্বপন কুমার দাস, সাং-বিনোদপুর, থানা-রাজবাড়ী সদর, ৫। বিমল বিশ্বাস(৩২), পিতা-সুবল বিশ্বাস, সাং-ক্ষুদিরাম সরকার পাড়া, থানা-গোয়ালন্দ, ৬। নিখিল কুমার শীল(৪৫), পিতা-মুত নরেন শীল, সাং-১নং মাষ্টার পাড়া, থানা-গোয়ালন্দ, ৭। মোঃ লোকমান(৩৫), পিতা-শমসের শেখ, সাং-চসাবিলা, থানা-বালিয়াকান্দি, ৮। মোঃ ছমির সর্দার(৩০), পিতা- মোঃ আলম সর্দার, সাং-খানখানাপুর (সর্দারপাড়া), থানা-রাজবাড়ী সদর, ৯। মোঃ হাকিম শেখ(১৯), পিতা-মোঃ তৈয়ব আলী শেখ, সাং-রামকান্তপুর, থানা-রাজবাড়ী সদর, সর্ব জেলা-রাজবাড়ী, ১০। সুমন শেখ(২৯), পিতা-মৃত ফারুক শেখ, সাং-ধুলদী রেল গেট, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এবং ১১। মোঃ কাবুল হোসেন(৩৫), পিতা-মৃত কাঞ্চন মিয়া, সাং-রাজাসন, থানা-সাভার, জেলা-ঢাকা ।
এ সময় ১১ জন মাদক সেবীর নিকট হতে সর্বমোট ৪৪ পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ মাদক গ্রহণের উপকরণ উদ্ধার করা হয় ।
পরবর্তীতে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ (সংশোধনী-২০০৪) এর ১৯ (১) এর ৯ (ক) ধারা মোতাবেক আটক ১১ জন মাদকসেবীর প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।
উদ্ধারকৃত ইয়াবা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ পুঁড়িয়ে ধ্বংস করা হয় ।