আজ : রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোস্তফা মুন্সী বিজয়ী (নৌকা)


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ ,১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫৪ পূর্বাহ্ণ ,১৩ ডিসেম্বর, ২০২০
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোস্তফা মুন্সী বিজয়ী (নৌকা)

গোয়ালন্দ সংবাদদাতা।।  রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১০ই ডিসেম্বর-২০ বৃহস্পতিবার সারাদিন ভোট গ্রহন শেষে নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শিল্পপতি মোঃ মোস্তফা মুন্সী বিজয়ী হয়েছেন।

ভোট গণনা পর্বের শেষে রাত ৮.টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন- উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান।

তিনি জানান- সকাল ৯.টা থেকে বিকাল ৫.টা পর্যন্ত ৩৫টি ভোট কেন্দ্রের ১৯২টি ভোট কক্ষের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নৌকা প্রতীকে পেয়েছে ২৩,৩৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রয়াত উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের ছেলে ডাঃ মোঃ আরিফুজ্জামান ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ১৩,৬০৬ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৯,৭৫৪ ভোট।

অপর ৩ জন প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিঃ মাহবুব আলম শাহিন ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ২,৩৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রাব্বানী (আনারস) ১,৯২৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সুলতান উদ্দিন (মোটর সাইকেল) ৩০৫ ভোট পেয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার ৯১ হাজার ৩০৫ জন ভোটারের মধ্যে ৪২ হাজার ২৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩৬৩টি ভোট বাতিল হয়।

Comments

comments