রাজবাড়ীতে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারে গিয়ে ১জন নিহত ও আহত ২
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ ,২৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১:৫৩ পূর্বাহ্ণ ,২৭ নভেম্বর, ২০২০
রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী সদরের পাঁচুরিয়া থেকে অপহৃত ৭ম শ্রেণীর এক ছাত্রীকে করে ফেরার পথে অপহরণকারীদের খুড়ের আঘাতে অটোরিকশা চালক সাঈদ গাজী (৩৫) হত্যা এবং ছাত্রীর পক্ষের বাবলা ও ইলিয়াস নামের ২জন মারাত্নক জখম হয়েছে। ২৫শে নভেম্বর-২০ বুধবার রাতে খানখানাপুরে এ ঘটনা ঘটে।
ছাত্রীর পরিবারসূত্রে জানাগেছে- কয়েকদিন আগে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার হরিজন পাড়া এলাকার লাড়ুয়া জমাদ্দারের ছেলে আশিক (১৬) সদর উপজেলার পাঁচুরিয়া থেকে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এর পর নানা স্থানে খোজাখুজির এক পর্যায়ে ওই ছাত্রীর পরিবারের লোকজন আশিকের বাড়ীতে মেয়েটি অবস্থানের সংবাদ পান।
পাঁচুরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আব্দুল হালিম মিয়া জানান- বিষয়টার সুরাহার জন্য গত ২৫শে নভেম্বর-২০ বুধবার রাত ১০.টার দিকে স্থানীয় গন্যমান্য ব্যক্তি নিয়ে আশিকের বাড়ীতে অনুষ্ঠিত গ্রাম্য সালিশের সিদ্ধান্তের আলোকে মেয়ের বাবাসহ স্বজনরা একটি অটোরিকশায় মেয়েকে নিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। অটোরিকশাটি কিছুদুর যেতেই অপহরনকারী আশিকের নেতৃত্বে তার সহযোগিরা অটোরিকশাটির গতিরোধ করে অটো চালক এবং সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মরডাংগা গ্রামের মহব্বত গাজীর ছেলে সাঈদ গাজী (৩৫) এর গলায় এবং মেয়ের পক্ষের বাবলা (৩০) এবং পথচারী ইলিয়াস নামে একজনকে খুড় দিয়ে আঘাত করে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার কিছু সময় পর অটো চালক সাঈদ গাজী মারা যায়।
রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, নিহত সাঈদ গাজীর মরদেহ ফরিদপুরে ময়না তদন্ত করা হচ্ছে। ওই ছাত্রীসহ তার স্বজনরা সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।