আজ : রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বেশি দামে আলু বিক্রি করায় রাজবাড়ীতে ব্যবসায়ীর জরিমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ ,১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১:৩৮ পূর্বাহ্ণ ,১৮ নভেম্বর, ২০২০
বেশি দামে আলু বিক্রি করায় রাজবাড়ীতে ব্যবসায়ীর জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীতে অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে এবং মাস্ক না পরে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ভ্রাম্যমান আদালতে ৮ জনের জরিমানা।

নির্বার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে ১৫ই নভেম্বর-২০ রবিবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরের কাপড় বাজার মোড় ও সবজি বাজারে এ ভ্রাম্যমান আদালত পারিচালিত হয়। সহযোগিতা করেন জেলার আনসার সদস্যরা।

সে সময় মাস্ক না পরে স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে ৭ জন ব্যাক্তিকে এবং বেশি দামে আলু বিক্রি করায় একজন সবজি বিক্রেতার কাছ থেকে ৫ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান জানান- করোনা ভাইরাসের সংক্রমন রোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জনগনকে সচেতন করতে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

Comments

comments