আজ : রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর বেড়াডাঙ্গা ও দৌলোতদিয়া ঘাট হতে ইয়াবসহ গ্রেফতার ২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ ,১১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:১৬ পূর্বাহ্ণ ,১৩ নভেম্বর, ২০২০
রাজবাড়ীর বেড়াডাঙ্গা ও দৌলোতদিয়া ঘাট হতে ইয়াবসহ গ্রেফতার ২

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ওমর শরীফের নেতৃত্বে ১০ নভেম্বর-২০ মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে বেড়াডাঙ্গা ও দৌলোতদিয়া ঘাট হতে ১৭০ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে অভিযানিক দল।

বিকেল সাড়ে ৫.টার দিকে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজবাড়ী জেলা শহরের ২নং রেলগেট সংলগ্ন ইয়াছিন হাইস্কুলের মোড় হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলমগীর শেখ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যাক্তি- জেলা শহরের কাজিকান্দা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।

অপর দিকে, একইদিনে এসআই মোঃবদিয়ার রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলোতদিয়া লঞ্চঘাটের কাউন্টার সংলগ্ন হারেজ শেখের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৭০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আবুল হাসনাত মোল্লা (২৪) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যাক্তি- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার পুর্ব কোনাপাড়া গ্রামের মৃত বারেক মোল্লার ছেলে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা হয়েছে।

Comments

comments