গোয়ালন্দ সংবাদদাতা।। চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে ৮/৯ মাস পূর্বে গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে দালাল কতৃক বিক্রি হওয়া ১৯ বছর বয়সী এক তরুনীকে উদ্ধার করলো গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
৮ নভেম্বর-২০ রোববারের এ ঘটনায়, রোজিনা বেগম (২৯) নামে এক বাড়িওয়ালী যৌনকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পূর্ব পাড়া গ্রাম এলাকার যৌনপল্লীর সুমন মন্ডলের স্ত্রী।
উদ্ধার হওয়া তরুনী জানান- সে নাটোর জেলার হতদরিদ্র কৃষকের মেয়ে। বেশ কিছুদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে এক লোকের সাথে তার কথা হয় ও পরিচয় হয়, তার কাছে পরিবারের অভাব অনটনের বিষয়টি খুলে বলে সে। এক পর্যায়ে ওই লোক তাকে গার্মেন্টসে ভালো বেতনে চাকুরী নিয়ে দেয়ার প্রলোভন দেখায়, ট্রেনে করে নাটর থেকে গোয়ালন্দ ঘাট রেলস্টেশনে আসতে বলেন। চাকুরীর আশায় তার কথা মতো চলতি বছর মার্চ মাসে সে গোয়ালন্দ ঘাট স্টেশনে চলে আসে। কিন্তু তখন ওই ফোন নম্বরটি বন্ধ পেয়ে হতাশ হয়ে রেলস্টেশনে অপেক্ষা করতে থাকে। এসময় রোজিনা বেগম তার (তরুনীর) নাম ধরে ডেকে বলে তোমার চাকুরীর জন্য আমার সাথে যেতে হবে। রোজিনা তাকে সাথে করে নিয়ে যৌনপল্লীর একটি ঘরে আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করে। সেখান থেকে বিভিন্ন সময় পালানোর চেষ্টা করলেও কড়া পাহাড়ায় সে ব্যার্থ হয়। এ পরিস্থিতিতে রোববার ভোর রাতে সে সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। কিছুদুর যাওয়ার পর তার পিছু নেয় রোজিনা। এসময় সে চিৎকার চেচামেচি করলে স্থানীয় লোকজন ও যৌনপল্লীর অদুরে কর্তব্যরত পুলিশ তাকে উদ্ধার ও রোজিনা বেগমকে গ্রেফতার করে।
এ বিষয়ে, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, উদ্ধার হওয়া তরুনী বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত রোজিনা বেগমকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।