রাজবাড়ী প্রতিনিধি।। বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ই নভেম্বর-২০ শনিবার রাজবাড়ীতে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
দিবসটি উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমীর সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার আহম্মেদ সালেহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজ জামান, জেলা সমবায় অফিসার এএইচএম শহিদুজ্জামান, উপ-সহকারী নিবন্ধক আব্দুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন। আলোচনা শেষে, দুটি সমবায় সমিতি ও একজন সমবায়ীকে পুরস্কার প্রদান করেন অতিথিরা।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।