বগুড়া সংবাদদাতা।। বগুড়া জেলার ধুনট উপজেলার ভূমিহীনদের বাসস্থানের জন্য উপজেলার খাস জমি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করে ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া এবং উপজেলায় কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থানের সৃষ্টির দাবি করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
আজ ২ নভেম্বর-২০ সোমবার সকাল ১১.টায় ধুনট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ধুনট উপজেলা শাখার আয়োজিত মানববন্ধনে এ দাবী জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে নিন্মলিখিত দাবীগুলো পেশ করা হয়:-
১. ভূমিদস্যুদের হাত থেকে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বন্টণ করতে হবে।
২. খাস জমি বন্টণ কমিটিতে ভূমিহীন নেতৃবৃন্দকে রাখতে হবে।
৩. ভূমিহীনদের বেকার সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ধুনটে কল-কারখানা স্থাপন করতে হবে, নতুবা বেকার ভাতা দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, বগুড়া জেলা শাখার সভাপতি লিপি বেগম, সাধারণ সম্পাদক শিপন আহমেদ, ধুনট উপজেলা শাখার সভাপতি মোঃ শাহ্ জামাল শেখ ও সাধারণ সম্পাদক মোছাঃ রেহেনা খাতুন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।