আজ : শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

স্থানীয় প্রশাসনের অভিযানে গোয়ালন্দের মরা পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ ,২৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১:০৩ পূর্বাহ্ণ ,২৭ অক্টোবর, ২০২০
স্থানীয় প্রশাসনের অভিযানে গোয়ালন্দের মরা পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ

গোয়ালন্দ সংবাদদাতা।।  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মরা পদ্মা নদী হতে বেশকিছুদিন যাবৎ ড্রেজিংয়ের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

২৬শে অক্টোবর-২০ সোমবার দুপুরে এ অভিযান চালান গোয়ালন্দ উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।

স্থানীয়সূত্রে জানাযায়, গোয়ালন্দের উজানচর ইউনিয়নের ৭ নং ফৈজদ্দিন মাতুব্বর পাড়া এলাকায় মরা পদ্মা নদী থেকে বেশ কিছুদিন ধরে ড্রেজার দিয়ে বালু তুলছে স্থানীয় লাভলু ফকির, শমসের, জহিরুল মুন্সি, ইউসুফ সহ প্রভাবশালী কয়েকজন ব্যক্তি। উত্তোলিত বালু দীর্ঘ পাইপের মাধ্যমে তারা পাশ্ববর্তী ফরিদপুর সদর উপজেলার গোয়ালটিলা নামক জায়গায় ফেলে বালুর স্তুপ করছেন। সেখান থেকে চড়া দামে ট্রাকে বিভিন্ন জায়গায় বিক্রি করছে উত্তোলিত বালু। এভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে নদী পাড়ের বসতিরা। এর আগেও প্রসাশন কতৃক অবৈধ ড্রেজিং মেশিন ধ্বংস করেছিল, তার কয়েক পর পূনরায় সেখানে নতুন মেশিন বসিয়ে প্রভাবশালীরা নির্বিচারের বালু তোলা শুরু করে।

এ প্রসঙ্গে, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম জানান, অবৈধ ভাবে মরা পদ্মা নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ কাজের সাথে জড়িতে কাউকে ধরতে না পাড়ায় তাদের শস্তির আওতায় আনা সম্ভব হয়নি। এখন থেকে শুধু এখানে নয় উপজেলার কোথায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে কেউ বালু উত্তোলন করতে না পারে সে দিকে বিশেষ নজর রাখা হবে।

Comments

comments