মোঃ আলমাস আলী॥ রাজবাড়ীর সদর উপজেলার কোলা বাজার এলাকার প্রভাবশালী ভূমি খেকো একটি চক্র জাল দলিলের মাধ্যমে অসহায় খালেক মৃর্ধার জমি আত্মসাতের চেষ্টা চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কোলার হাট সংলগ্ন খালেক মৃর্ধার বসন্তপুর ইউনিয়নের আওতাধীন উদায়পুর মৌজায় এস,এ খতিয়ান সাবেক-৫৬১ হাল ১০৭, আরএস-১৬৩, ১৬৫ নং দাগের ৪৮শতাংশ জমি খরিদ সূত্রে মালিক হয়ে র্দীঘ ৩০ বছর যাবত ভোগদখল করে আসিতেছেন। একই এলাকার ১. ইয়াছিন সরদারের ছেলে আলিম সরদার ২. আফসার মিয়ার ছেলে মজিবুর রহমান মিয়া (পেশা বাটপারী ) ৩. আরশাদ শেখের ছেলে বারেক শেখ ৪. জয়েদ আলীর ছেলে ইউসুফ শেখ ৫. পোষ্ট ম্যান আব্দুল সালাম শেখের স্ত্রী হোসনে আরা বেগম পিতা খালেক মোল্যা ৬. সোরাব শেখের ছেলে কাশেম শেখ ৭. দলিল লেখক সোমশের শেখের ছেলে ভ্যান্ডার আক্কাস শেখ গং ও তার সহযোগী আঃ রহমান মোল্যা কৌশল করে খালেক মৃর্ধার ভোগদখলীয় সম্পত্তি থেকে ১৭ শতাংশ জমি একটি জাল দলিল বানিয়ে দখলের চেষ্টা চালায়। ওই কুচক্রি দলের সদস্যরা একটি অসহায় পরিবারের শান্তি সৃঙ্খলা জীবনের প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
পোষ্ট ম্যান আব্দুল সালাম শেখের স্ত্রী হোসনে আরা বেগম এবং বিশ্ব চিটার খ্যাত মজিবুর রহমান মিয়া দাবী করেন, গত ২২/১০/১৮ ইং তারিখে ৭৭৩৫ নম্বর দলিল মুলে আলিম সরদার তাদের নিকট ১৫ শতাংশ জমি বিক্রি করেছেন।
রাজবাড়ী সদর সাব-রেজিষ্টি অফিসের দলিল লেখক আজিজুল হক মৃর্ধা বলেন, ২০১৮ সালে উদায়পুর মৌজার দাতা আলিম সরদার নামে কোনো দলিল তিনি লেখেননি। ওই ভূয়াঁ দলিলে একটি চক্র তার নাম ও লাইসেন্স নম্বার ব্যবহার করেছে।
অপরদিকে, ততকালীন সাব-রেজিষ্ট্রার বর্তমান রাজবাড়ী জেলা রেজিষ্ট্রার গোলাম মাহাবুব ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মোটা অংকের ঘুষের বিনিময়ে হাল জরিপের (বিএস) খতিয়ানের পর্চা, হাল সনের দাখিলা, মিউটিশনের কাগজ-পত্র ছাড়াই ওই জমির দলিলটি সম্পাদনা করেন। যার দলিল নম্বার-৭৭৩৫/২০১৮ এবং ৭৯০৭/২০১৮ইং। ওই ভূঁয়া দলিল ২টির বিষয়ে গত ২৯/০৯/২০ইং তারিখে উপরে উল্লেখিত প্রতারক চক্রের বিরুদ্ধে দুদক ফরিদপুর মামলা হয়। মামলার বাদী সহকারী পরিচালক কমলেশ মন্ডল।
ঘটনার মেইন হোতা জেলা রেজিষ্ট্রার গোলাম মাহাবুবের বাড়ী বরিশাল জেলার সদর উপজেলার কাজীপাড়া গ্রামের আব্দুল রশিদের ছেলে। তিনি বর্তমান ৪ নম্বার স্ত্রী হায়দার মহরীর মেয়ে নকল নবিশ চাদঁনীর তৃতীয় স্বামী হিসেবে ঘরজামাই হয়ে খানখানাপুর বাজার সংলগ্ন দলিল লেখক হায়দার মহরীর বাড়ীতে বসবাস করছেন মর্মে সুত্রটি জানায়।
অনুসন্ধানকালে আরো জানা যায়, আইজিআর- ঢাকার স্বাক্ষর জাল করে অর্ধকোটি টাকার ভূঁয়া নিয়োগ-বাণিজ্যের ঘটনায় সম্প্রতি জেলা রেজিষ্ট্রার গোলাম মাহাবুবের বিরুদ্ধে তদন্তে নেমেছেন। আইন ও বিচার বিভাগের গঠিত তদন্ত টিম গত ১১/১০/২০ ও ১২/১০/২০ইং তারিখে রাজবাড়ী সদর রেজিস্ট্রি অফিসে তদন্ত কাজ সমাপ্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।