র্যাব-৮ এর অভিযানে রামদা ও ককটেলসহ একাধিক মামলার পলাতক ২ আসামী গ্রেফতার
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ ,১৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৩২ পূর্বাহ্ণ ,১৬ অক্টোবর, ২০২০
স্টাফ রিপোর্টার।। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ অক্টোবর-২০২০ বৃহস্পতিবার রাতে মাদারীপুর জেলা সদরের মাদারীপুর পৌরসভাস্থ ২নং ওয়ার্ডের বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হাওলাদারের বাসায় তল্লাশি করে ৪টি ককটেল ও ৩টি দেশীয় তৈরি ধারালো রামদা উদ্ধার করাসহ দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামিরা হলো- মাদারীপুর জেলা সদরের পাঁচখোলা গ্রামের মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে বখতিয়ার হাওলাদার (৩৩) ও তার ভাই আকতার হাওলাদার (৪১)।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জনতার মেইলকে জানান- ধৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত দেশীয় তৈরী অস্ত্র ও ককটেলসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।