রাজবাড়ীতে সমিতির কিস্তির টাকা পরিশোধে যৌতুকের বলি গৃহবধু ঝর্না! মামলা দায়ের, স্বামী পলাতক
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ ,১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১:৪৬ পূর্বাহ্ণ ,১৫ অক্টোবর, ২০২০
সমীর কান্তি বিশ্বাস।। আশা সমিতির কিস্তির টাকা পরিশোধের জন্য রাজবাড়ী জেলার বালিয়াকান্দির উপজেলার জামালপুর ইউনিয়নে বেতেঙ্গা গ্রামে স্বামীর হাতে যৌতুকের বলি হলেন গৃহ বধু ঝর্না বেগম (২০)। এ ঘটনায়, স্বামী কর্তৃক গৃহ বধু কে হত্যার অভিযোগ এনে ১৪ অক্টোবর-২০ বুধবার সকালে নিহতের বড় বোন নুরজাহান বেগম বাদী হয়ে জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবোনালে হত্যার অভিযোগ এনে ১টি হত্যা মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা গেছে, বেতেঙ্গা গ্রামের মৃত. সাইদ শেখের ছেলে হাসিব শেখের সঙ্গে গত ২ বছর পূর্বে ঝর্না বেগমের বিবাহ হয়, বিবাহকালীন সময় ধরে শ্বশুর বাড়ীতে অভাব অনাটনের মধ্যে দিন যাপন করতে হয় গৃহ বধুকে। সম্প্রতি স্বামী হাসিব নিজের স্ত্রী ঝর্না বেগমকে দিয়ে বালিয়াকান্দি আশা অফিস থেকে ২০ হাজার টাকা উত্তোলন করে। অভাব অনটনের সংসারে কিস্তির টাকা পরিশোধে হিমশিম খায় পরিবারটি।
বুধবার সকাল ৯.টার দিকে আশা সমিতির কিস্তির টাকা না দিয়ে স্বামী বাড়ী থেকে বেড়িয়ে যাওয়ার সময় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে স্বামী হাসিব তার স্ত্রীর বাবার বাড়ী থেকে কিস্তির টাকা এনে পরিশোধ করার জন্য অকথ্য ভাষায় গালি গালাজ করে, এবং স্ত্রীকে বেধম ভাবে মারপিট করতে থাকলে ঘটনা স্থলে গৃহবধু ঝর্না বেগম সজ্ঞাহীন হয়ে পরে। এসময় ঘরে থাকা পানের বরজে দেওয়া ভিটামিন যুক্ত কীটনাশক মোছাঃ ঝর্না বেগম (৩০) মুখে ডেলে দেয় হাসিবের বড় ভাই ইউসুবের স্ত্রী। সজ্ঞাহীন ও মারাকত্ব জখম অবস্থায় গৃহবধুকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এরপর ঘটনাস্থলে থেকে স্বামী হাসিব শেখ মৃত স্ত্রীকে রেখে পালিয়ে যায়। গৃহবধুর মৃত দেহ ময়না তদন্তর জন্য লাশ মর্গে প্রেরন করে।
এ ঘটনার প্রেক্ষিতে, নিহত গৃহবধুর বড় বোন নুরজাহান বেগম বাদী হয়ে ১৪/১০/২০২০ইং তারিখে বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবোনালে ১টি মামলা দায়ের করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত স্বামী পলাতক হয়েছে।