সমির কান্তী বিশ্বাস।। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৪ অক্টোবর-২০ রবিবার সন্ধ্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ি গ্রামে রবিউল ইসলাম ওরফে রব ফকির (৩৮) নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিপক্ষের ১৭ জনকে আসামী করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছে।
রবিউল ইসলাম ওরফে রব ফকিরের পিতার নাম মৃত আবুল ফকির। সোমবার দুপুরে নিহত সৌদি প্রবাসী রবিউল ইসলাম ওরফে রবের মৃতদেহ নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মামলার ২ আসামী এরশাদ ফকির ও কাদের ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। রাতেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে বলে স্থানীয়সূত্রে জানাযায়।
নিহতের চাচাতো ভাই বশির ফকির বলেন, রবিউল ফকিরের সাথে দীর্ঘ্যদিন ধরে জমিজমা নিয়ে দন্দ চলে আসছিলো। এরই জের ধরে ও প্রতিপক্ষের গরু রবিবার বিকালে আমাদের ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারিমারি বাধে। এ সময়, তাদের মারপিটে আমার ভাই রবিউল ইসলাম ওরফে রব ফকির (৩৮) মারা যান এবং আরো কয়েকজন আহত হয়। এ ঘটনায় অপর পক্ষের ৩ জন আহত হয়।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান- জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষে মারামারির ঘটনায় একজন মারা গেছে ও ৮ জন আহত হয়েছে। আহতদের রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বশির ফকির বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন। এজাহারনামীয় ২ আসামী এরশাদ ফকির ও কাদের ফকিরকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।