স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী র্যাব-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ১লা অক্টোবর-২০ বৃহস্পতিবার দুপুর আনুমানিক সারে ১২.টার সময় পটুয়াখালী জেলার সদর থানার হেতালিয়া বাধঘাট এবং ফতুল্লা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং দোকানে মেয়াদ উত্তীর্ণ পন্য রাখার অপরাধে- মোঃ নাসির উদ্দিন গাজী (৪২) কে ১০,০০০/- টাকা, সুলতান মৃধা (৪৫) কে ৬,০০০/- টাকা এবং ইন্দ্রজিৎ (৪২) কে ৪,০০০/- টাকা সহ সর্বমোট ২০,০০০/- টাকা জরিমানা করা হয়।
এ সময়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পটুয়াখালী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।