গোয়ালন্দ সংবাদদাতা।। ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস-২০ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর বুধবার সকালে সড়কে র্যালী ও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল সালাম সিদ্দিকী, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ উপজেলা প্রসাশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।